ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১২ ডিসেম্বর দুপুরের দিকে শহরের বড় মসজিদের সামনে থেকে জেলা কৃষক দলের আয়োজিত র্যালি বের করা হয়। পরে র্যালিটি শহরের ট্রাংক রোডে, মিজান রোডে ও জেল রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
কৃষক দলের জেলা সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কৃষক দলের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক রবিউল হক পলাশ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও জেলা সাংগঠনিক সম্পাদক ফারুক মুরাদ।
এছাড়াও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক ও সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মীর হোসেন রিয়াদসহ জেলার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :