ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

রাজস্থলীতে কাজু বাদাম ও কফি চাষের উপকরণ পেল কৃষক

উচ্চপ্রু মারমা, রাজস্থলী

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৭:৫০ পিএম

রাজস্থলীতে কাজু বাদাম ও কফি চাষের উপকরণ পেল কৃষক

ছবি: রূপালী বাংলাদেশ

কৃষকের অর্থনৈতিক উন্নয়নের লক্ষে ২০২৪-২৫ অর্থ বছরে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় কাজু বাদাম ও কফি চাষের উপকরণ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ‘কাজু বাদাম ও কপি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ’ এর আওতায়  প্রদর্শনীভুক্ত কৃষকের মাঝে এসব উপকরণ প্রদান করা হয়উ পকরণ হিসেবে দেওয়া হয়- কপি ও কাজু বাদামের চারা, জৈব ও রাসায়নিক সার, বালাই নাশক, ঘেরাবেড়ার জন্য জাল, স্প্রে মেশিন ও খুটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র  এসব উপকরণ বিতরণ উদ্বোধন করেন।

এ সময় উপজেলা  কৃষি  কর্মকর্তা শাহরিয়ার বিশ্বাস সহ কৃষি বিভাগের উপসহকারি কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বলেন, পাহাড়ে কাজু বাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উপজেলায় অনেক কৃষক এ চাষে সফলও হয়েছে।

এদিক চিন্তা করে সরকার এ চাষের উদ্যোগ গ্রহণ করে। কৃষকরা মনোযোগী হলে এ চাষের মাধ্যমে নিজেরা লাভবান হতে পারবেন বলেও মন্তব্য করেন  নির্বাহী কর্মকর্তা।


 

আরবি/জেডআর

Link copied!