বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান ফারুক-ই-আজম

সাভার প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪, ০২:১৩ পিএম

সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান ফারুক-ই-আজম

ছবি: রূপালী বাংলাদেশ

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম, বীর প্রতীক।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১০ টা ১০ মিনিটে তিনি স্মৃতিসৌধে পৌছে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

এসময় তিনি বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বলেন, কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অনেক সম্মান ক্ষুন্ন হয়েছে তাই সেই সম্মান ফিরে আনার জন্য তিনি কাজ করবেন বলে বলেন তিনি।

এসময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরবি/জেডআর

Link copied!