ইসলাম প্রেমিক ছাত্র-জনতা বাংলাদেশকে কখনোই আইয়ামে জাহিলিয়াত বানাতে দিবে না, বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন।
তিনি বলেন, যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত তারা সন্ত্রাস ও দুর্নীতি করতে পারেনা। ফ্যাসিস্ট হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তারা দেশকে আওয়ামী জাহিলিয়াত বানাতে চেয়েছিল। প্রতিবাদী ছাত্র জনতার তীব্র ক্ষোভের গণ-আন্দোলনের মুখে ফ্যাসিস্ট ও তাদের দোসররা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের টিটু মিলনায়তনে ক্যাডেট ইন্টারন্যাশনাল মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ, ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া ক্যাডেট ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারী সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, বগুড়া জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির সেক্রেটারী মাওলানা আব্দুল জলিল, মাহফুজুল হক, অধ্যাপক আব্দুস সালাম তুহিন প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ক্যাডেট মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি মুফতি মাওলানা আব্দুল কাদের।
আপনার মতামত লিখুন :