ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের কোন ফাঁদে পা দেওয়া যাবে না: এনাম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০১:১০ এএম

পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের কোন ফাঁদে পা দেওয়া যাবে না: এনাম

ছবি: রূপালী বাংলাদেশ

প্রথমবারের মতো পটিয়া টিভি এইচডি কতৃর্ক আয়োজিত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় পটিয়া ক্লাব মিলনায়তনে পুরষ্কার বিতরণ পূর্বক এক আলোচনা সভা ইমরান হোসেন মুন্না‍‍`র সভাপতিত্বে ও নুসাইফা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া পৌরসভা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, সদস্য সচিব পটিয়া গাজী আবু তাহের, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক, সাংবাদিক আবদুল হাকিম রানা, সাংবাদিক কাউছার আলম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী,পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক আবসার উদ্দিন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম পিবলু, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা এনামুল হক এনাম বলেন, বাংলাদেশকে একটি স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ধরনের দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতিকে কোনো পরাশক্তিও দমাতে পারে না এবং জাতীয় অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারে না। আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হওয়াতেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। যেকোন কিছুর বিনিময়ে এ ঐক্য বজায় রাখতে হবে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতার আকাঙ্খা পদদলিত করে আধিপত্যবাদের দোসর দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিলো। আজ জুলাই ও আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পরও সে চক্র একই ষড়যন্ত্র করছে। ছাত্র শ্রমিক জনতার গনঅভ্যুত্থানের আকাঙ্খাকে নসাৎ করার চক্রান্ত করছে। তাই দেশের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসররা বিভিন্ন ফাঁদ পেতেছে কোনক্রমেই সে ফাঁদে পা দেওয়া যাবে না।

এনামুল হক এনাম আরও বলেন, বিএনপি সবসময়ই বলছে ক্ষমতার জন্য আমরা রাজনীতি করি না। বিএনপি জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। বাকস্বাধীনতা জন্য রাজপথে আন্দোলন করেছি। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছি। আর জনগন যদি বিএনপিকে নির্বাচিত করে তাহলে সকলকে নিয়ে এবং সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়েই রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ।

আরবি/জেডআর

Link copied!