ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বড়লেখায় রাজনৈতিক মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০১:৪৫ পিএম

বড়লেখায় রাজনৈতিক মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

ছবি, রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার: বড়লেখা উপজেলায় রাজনৈতিক মামলায় বাবা-ছেলে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মধ্যে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বড়লেখা উপজেলার আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য বেলাল আহমদ (৫৮) এবং তার ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাইমন আহমদ উজ্জল(২৮)।

পুলিশ সূত্রে জানা যায়,  বড়লেখা উপজেলার ৭নং তালিমপুর ইউনিয়নের খুটাউরা গ্রামের ০৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সদস্য বেলাল আহমদ ১০(০৯)২৪  (রাজনৈতিক) মামলায় ও তার ছেলে একই ওয়ার্ডের  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ সভাপতি সাইমন আহমদ উজ্জ্বল ১০(০৮) ২৪ (রাজনৈতিক) মামলায় সন্দীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

বড়লেখা থানার এস আই অপু দাস গুপ্ত বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরবি/এস

Link copied!