ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

৬০০ এসএসসি-দাখিল পরীক্ষার্থীর ফরমপূরণের ফি দিলেন ফজলুল করিম

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৯:১৬ পিএম

৬০০ এসএসসি-দাখিল পরীক্ষার্থীর ফরমপূরণের ফি দিলেন ফজলুল করিম

ছবি: রূপালী বাংলাদেশ

পিরোজপুরের ভান্ডারিয়ায় গৌরীপুর ইউনিয়নের ৬০০ এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর ফরম পূরণের ফি দিলেন শিক্ষানুরাগী মো. ফজলুল করিম মিঠু মিয়া। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ২১ শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের মাঝে ফরমপূরণ বাবদ প্রতিজনকে ১ হাজার ৮০০ টাকা করে প্রদান করেন।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলার গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন রত্তনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আনোওয়ার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. জহিরুল আলম, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. ফজলুল করিম মিঠু মিয়া ও শিক্ষক শফিকুল ইসলাম।

এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরবি/ এইচএম

Link copied!