দীর্ঘ আড়াই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় এই দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে ভোর ৬টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, সোমবার (৩০ ডিসেম্বর) রাতে কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। মঙ্গলবার ভোরে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ভোর ৬টার দিকে দুর্ঘটনা এড়াতে এই দুই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এতে এখনও শতাধিক যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে আছে ছোট-বড় ৭টি ফেরি।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাম হোসেন গণমাধ্যমকে জানায়, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার মাত্রা কেটে গেলে সকাল ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :