ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ৮ টার দিকে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) রাতে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে রাত ১২টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। পরে কুয়াশার মাত্র কমলে শনিবার সকাল ৮ টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এই ৮ ঘন্টা ফেরি সার্ভিস বন্ধ থাকায় ঘাটের উভয় পাশে ৪ শতাধিক যানবাহন পাড়াপাড়ের অপেক্ষায় থাকে।
বিআইডব্লিউটিসির ম্যানেজার আবু আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, ঘাট এলাকায় অপেক্ষমান যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পাড় করা হবে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মোট ছোট-বড় ১৭টি ফেরি ও আরিচা-কাজিরহাট নৌপথে ৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :