ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০২:০২ এএম

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ১১টা ২০ মিনিট

থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি জানান, শুক্রবার রাত ১১টা ২০ মিনিট  থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। তাই এর মধ্যে দুর্ঘটনা এড়াতে এ রুটে সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 

কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হবে। তবে নদীতে এবং চ্যানেলে কোন ফেরি নোঙ্গরে নেই।

আরবি/জেডআর

Link copied!