ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

উল্লাপাড়ায় সার কারখানায় অভিযান, ৩০০ কেজি ভেজাল সার জব্দ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৭:৪৯ পিএম

উল্লাপাড়ায় সার কারখানায় অভিযান, ৩০০ কেজি ভেজাল সার জব্দ

ছবি: রূপালী বাংলাদেশ

মঙ্গলবার উল্লাপাড়ায় মেসার্স ফার্টিলাইজার ল্যান্ড এগ্রো কেমিক্যালস  লিমিটেড নামের একটি সারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ভেজাল সার উৎপাদনের জন্য কারখানার মালিক আশরাফ আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ৩০০ কেজি ভেজাল ডিএসপি সার জব্দ করেন আদালত। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসয়াদ বিন রাহাত খলিল জানান, উপজেলার ভট্ট কাওয়াক গ্রামে  উক্ত সার কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল কৃষি অনুখাদ্য ও ভেজাল ডিএসপি সার তৈরি করে আসছিলেন বলে তাদের কাছে অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ওই কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।

এ সময় অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ায় আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং ৩০০ কেজি ভেজাল সার জব্দ করা হয়।  

আরবি/জেডআর

Link copied!