প্রাথমিক ও গনশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, নদী ভাঙ্গন কবলিত এলাকার শিশুদের জন্য আলাদা কোন প্রকল্প নেই। নদী ভাঙ্গনে যেসব অঞ্চলগুলো পরেছে সেসব এলাকার শিশুদের পরিসংখ্যান করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিবো এবং নদী ভাঙ্গন কবলিত এলাকার শিশুরা যাতে ঝড়ে না পড়ে সে লক্ষে কাজ করা হবে।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিশুরা ঝড়ে পড়ার অনেক কারণ ও সমাধান আছে। কিন্তু দুর থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি না। সেজন্য স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি দেখে বিকল্প সমাধান বের করবো।
এর আগে প্রাথমিক ও গনশিক্ষা উপদেষ্টা বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন। শিক্ষার্থীদের সাথে নানা বিষয় নিয়ে কথা বলে ক্লাস টেস্ট নেন।
জেলা প্রশাসক শরিফা হক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তসলিমা জাহানসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :