ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

লক্ষ্মীপুরে তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০১:৫৯ পিএম

লক্ষ্মীপুরে তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে ৩টি ইটভাটা মালিককে ৬ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (৬ জানুয়ারী) পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে অভিযান চালিয়ে ভাটাগুলোকে জরিমানা করা হয়। এসময় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস উপস্থিত ছিলেন।

এর মধ্যে সুমাইয়া ব্রিকসকে ২ লাখ টাকা, এলএমবি ব্রিকসকে ২ লাখ টাকা ও আল্লার দান ব্রিকসকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ ইটভাটাগুলোর কাঁচামাল ও চিমনি ভেঙে দেওয়া হয়।

এ বিষয়ে হারুন অর রশিদ পাঠান বলেন, ভাটাগুলো অবৈধ ছিল। কাঠ পুড়িয়ে ইট তৈরি করতো। যা আইনত দণ্ডনীয়। অভিযান চলিয়ে তিনটি অবৈধ ইটভাটার চিমনি ও কাঁচামাল ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

আরবি/জেআই

Link copied!