ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

কুষ্টিয়া ইটভাটায় কাঠ ব্যবহার করায় জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৯:৫৩ পিএম

কুষ্টিয়া ইটভাটায় কাঠ ব্যবহার করায় জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া ইটভাটায় কাঠ ব্যবহার করায় তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসার।

তিনি জানান, বুধবার ৮ জানুয়ারি সদর উপজেলার মধুপুর এলাকার ৪টি ইটভাটায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সদর এসিল্যন্ড রিফাতুল ইসলাম। এ সময় ইটভাটায় কাঠ ব্যবহার করায় তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আরবি/জেডআর

Link copied!