ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

নরসিংদীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৬:৩৩ পিএম

নরসিংদীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

নরসিংদীতে লাইসেন্স না থাকা, ওজনে কম দেওয়া ও ভেরিফিকেশন ব্যতিত ডিজিটাল ওজনযন্ত্র ব্যবহার করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। সোমবার (৬ জানুয়ারি) পৃথক দুটি আদালত ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়।

এদিন নরসিংদী জেলা প্রশানস ও বিএসটিআই আঞ্চলিক অফিস সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সিএম লাইসেন্স না থাকা ও ফার্মান্টেড মিল্ক (দই) বিক্রির কারণে ৩৪ স্টেশন রোডের রমেশ পোদ্দার সুইটমিটকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ এবং বিএসটিআই আঞ্চলিক অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া।

একই দিন জেলার রায়পুরায় উপজেলার রায়পুরা বাজারের মধুময় মিষ্টিঘরকে ওজনে কম দেয়া ও অনন্ত গহনা ঘরকে ভেরিফিকেশন ব্যতিত ডিজিটাল ওজনযন্ত্র ব্যবহার করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা ও বিএসটিআই আঞ্চলিক অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মো. শেখ রাসেল।

আরবি/এইচএম

Link copied!