ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

লামায় এসএমবি ইটভাটাকে জরিমানা

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৯:৫৮ পিএম

লামায় এসএমবি ইটভাটাকে জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

বান্দরবানের লামা উপজেলাধীন লামা পৌরসভাস্থ ছাগলখাইয়া হেডম্যান পাড়া নামক স্থানে অবৈধভাবে জ্বালানী কাঠ পোড়ানো ও পাহাড় কর্তনের অপরাধে SMB ব্রিকস, প্রো. শামসুদ্দিন, সাং. ছাগলখাইয়া হেডম্যান পাড়া, লামা-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৬ ধারা অনুযায়ী ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং ১৫০ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়।

অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহার করা হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। (১) লামা বন বিভাগ; (২) লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও (৩) লামা থানার সহযোগিতায় উপজেলা প্রশাসন, লামা কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।

লামার নির্বাহী অফিসার রুপায়ন দেব রূপালী বাংলাদেশকে জানান, ধারাবাহিক ভাবে সকল অবৈধ ইটভাটা গুলোকে জরিমানার আওতায় আনা হবে।

আরবি/জেডআর

Link copied!