ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

গাজীপুরে ফের ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৩:৩৪ পিএম

গাজীপুরে ফের ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রাম একের পর এক বিস্ফোরণ হচ্ছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিন দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ইতোমধ্যে কাজে যোগ দিয়েছে।

আরবি/জেআই

Link copied!