ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

নাটোরে এক গ্রামে দফায় দফায় আগুন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ১০:১২ এএম

নাটোরে এক গ্রামে দফায় দফায় আগুন

ছবি: সংগৃহীত

সম্প্রতি নাটোরের নলডাঙ্গায় পূর্ব মাধনগর গ্রামে ৪ দফায় প্রায় ১৫ থেকে ২০টি স্থানে আগুন তাণ্ডব চালায় দূবৃত্তরা। এবার আবারও একটি খড়ের গাদায় ও জালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে নলডাঙ্গার ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়।

বুধবার (২৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রামের বুরন প্রামানিকের খড়ের পালায় এবং একই গ্রামের আমিনুর ইসলামের জালে দুর্বৃত্তরা একসাথে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, পুরো গ্রাম জালিয়ে দিতে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পূর্ব পরিক্ল্পনা করেই পুরো গ্রাম জালিয়ে দিতেই এই আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। বর্তমানে আমরা গ্রামবাসি আতঙ্কে রয়েছি। দোষীদের খুঁজে বের করার দাবি করছি। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পায় গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ি।

নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হাবিবুর রহমান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত চলে আসি। প্রায় ৪০ মিনিটি চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে। 

আরবি/জেআই

Link copied!