সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় গ্রামের নিজ নিজ বসতঘর থেকে রোববার গভীর রাতে পাঁচজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুখাইড় গ্রামের রতন দাস (৩৫), যতন দাস (২৮), ভজন দাস (২৩), সাধন দাস (২২) ও নিরঞ্জন দাস (৩৮)। উপজেলার সুখাইড় গ্রামের এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ২০২১ সালে ৭মে একই গ্রামের পাঁচজনের বিরুদ্ধে ধর্মপাশা থানায় একটি মামলা হয়। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
রোববার রাত আড়াইটার নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :