উত্তরাঞ্চলে শীত জেগে ওঠায় দুপচাঁচিয়ায় নিম্ন আয়ের মানুষের শীতের পোশাক কেনার আস্থার জায়গা ফুটপাতে দোকান । বঙ্গোপসাগরের প্রবাহে উত্তরাঞ্চলে আগেই লেগেছে শীতের হাওয়া। তাই নিম্ন আয়ের মানুষেরা শীত নিবারণের জন্য ছুটছে শীত বস্ত্র কিনতে ফুটপাতের দোকানে। রবিবার (১লা ডিসেম্বর) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ডে ফুটপাত রাস্তার পাশে দোকানগুলোতে দেখা যায় সেখানে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও কিনেন শীতের গরম কাপড়। এখানে ছেলেদের জ্যাকেট, জিন্স প্যান্ট, টাউজার, টুপি, হাতমুজা, ফুলহাতা গেঞ্জি, কম্বল ও শিশুদের শীত বস্ত্রসহ মেয়েদের পোশাক।
কাপড় বিক্রেতা সামাদ শেখ বলেন, এসব শীতের কাপড় আমরা গ্যাট হিসাবে কিনে এর মধ্য থেকে ভালো কাপড় বাছাই করে গ্রাহকদেরকে আকৃষ্ট করে কম দামে বিক্রি করি। যেহেতু নিম্ন আয়ের মানুষ বড় বড় মার্কেটে গিয়ে বেশী দামে কাপড় কিনতে পারে না।তাদের জন্য আমরা রাস্তাুর পাশে ফুট পাতে দোকান বসিয়ে নিম্ন আয়ের মানুষের জন্য কাপড় বিক্রি করি। এই দোকান থেকে যতটুকু কাপড় বেচাকেনা তার লাভ্যাংশ দিয়ে পরিবার নিয়ে ডাল ভাত খেয়ে দিন চলে যায়।
সামাদ আরো বলেন, বিদেশীরা কিছুদিন শীতের পোশাক ব্যবহার করে এগুলো তা বিক্রি করে দেয়।সেই পোশাক আমরা ঢাকা বঙ্গ বাজার হতে বান্ডিল হিসাবে আমরা কিনে উপজেলা পর্যায়ে ফুটপাতে বসে বিক্রি করি। এবাদতে আবার গার্মেন্টসের কিছু রিজেক্ট পোশাকও এখানে আনা হয়। কমদামে কাপড় কিনতে পেরে ক্রেতা ও বিক্রেতা উভয়ে খুশি থাকে।
সকালে ও সন্ধ্যা থেকে রাত অব্দি ঘন কুয়াশায় ঢেকে থাকছে শহর ও গ্রামের পথঘাট।
আপনার মতামত লিখুন :