ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সাবেক সেনাপ্রধানের বড় ভাই প্যানেল মেয়র কারাগারে

খুলনা ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৯:২২ পিএম

সাবেক সেনাপ্রধানের বড় ভাই প্যানেল মেয়র কারাগারে

ছবি: রূপালী বাংলাদেশ

নাশকতা মামলায় খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও সাবেক সেনাপ্রধান এস এম শফিউদ্দিনের বড় ভাই এস এম রফিউদ্দিন আহমেদ ওরফে রফিককে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রোববার (১ ডিসেম্বর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আল আমিন এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, খালিশপুর থানার একটি নাশকতা মামলায় শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে রফিককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। মামলার মূল নথি অন্য আদালতে থাকায় পরবর্তী দিন ধার্য্য করে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত।

সাবেক প্যানেল মেয়রের আইনজীবী বি এম ফারুখ বলেন, সকালে পুলিশ পাহারায় তাকে আদালতে আনা হয়। আদালতে তার জামিন আবেদন করেছিলাম। কিন্তু মামলার কাগজপত্র অন্য আদালতে থাকায় তার জামিন শুনানি হয়নি। আগামী ২৬ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য্য করেছেন আদালত।

এদিকে, শনিবার রাতে রফিকের বাড়িতে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ ও খুলনা সদর থানা পুলিশ। গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. তাজুল ইসলাম জানান, অভিযানে তার বাড়িতে অবৈধ কোনো কিছু পায়নি পুলিশ। তার একটি বৈধ অস্ত্র ছিল। সেটি তিনি বন্দুকের দোকানে রেখেছেন বলে জানিয়েছেন।

আরবি/ এইচএম

Link copied!