ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা, কাউন্সিলরসহ আটক ২

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০২:২৮ পিএম

কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা, কাউন্সিলরসহ আটক ২

নিহত সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে দুর্বৃত্তদের গুলিতে খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করেছে র‍্যাব-১৫। আটকদের মধ্যে শেখ হাসান ইফতেখার ওরফে চালু খুলনার ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অপর জন কক্সবাজার শহরে টেকপাড়া এলাকার মিজবাউল হক ভুট্টো বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ইফতেখারকে কক্সবাজার শহরের কলাতলী সড়কের হোটেল গোল্ডেন হিল থেকে রাত ১২টার পর তাদের আটক করা হয়।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে র‍্যাব-১৫ এর অধিনায়ক বলেন, ইফতেখারসহ নিহত গোলাম রব্বানী টিপু বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কক্সবাজারে আসেন। হোটেল গোল্ডেন হিলের ‘অতিথি লিপিবদ্ধ বই’ এ দেখা গেছে আটক ইফতেখার, নিহত গোলাম রব্বানী টিপুর সাথে রুমি (২৭) নামের এক নারীও সকাল ৭টায় হোটেলে উঠেন। রুমি নামে ওই নারী পলাতক বলে জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন।

এদিকে, প্রতিবেদকের হাতে আসা হোটেলটির অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর গোলাম রব্বানী হোটেল থেকে বেরিয়ে যান।

এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার মোহাম্মদ শফিক বলেন, বৃহস্পতিবার সকালে গোলাম রব্বানী টিপুসহ তিনজন মিলে হোটেল আসেন। পরে তিনি হোটেলটির দুই কক্ষ বিশিষ্ট ৭০০৩ নম্বর ফ্ল্যাটে উঠেন। ফ্ল্যাটটির একটি কক্ষে গোলাম রব্বানী এবং অপর কক্ষে দুইজন অবস্থান করছিলেন।

সন্ধ্যার পর গোলাম রব্বানী টিপু হোটেল থেকে বের হয়ে আর ফিরেননি বলে জানান তিনি।

আরবি/জেডআর

Link copied!