ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

কিশোরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রধারী মাজহারুল গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৮:২১ পিএম

কিশোরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রধারী মাজহারুল গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর ফকিরাপুল থেকে কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে র‌্যাবের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাসুদের নির্দেশে শিক্ষার্থীদের ওপর গুলি ও হামলা চালানো হয়। এক মিনিট তিন সেকেন্ডের এক ভিডিও দেখা যায়, মাসুদ সাদা পাঞ্জাবী ও সাদা পাজামা পরিহিত অবস্থায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তার সঙ্গে থাকা অন্য অস্ত্রধারীদের গুলি করতে নির্দেশ দেন। এসময় তার সঙ্গে অন্তত ৩০ থেকে ৩৫ জনকে দেখা যায়। যাদের অনেকের কাছেই আস্ত্র দেখা গেছে ভিডিওতে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস জানান, গত ৪ আগস্ট কিশোরগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলা ও গুলিবর্ষনের নির্দেশদাতা ছিলেন মাসুদ। গোপন সংবাদের ভিত্তিতে রাত ৭টা ৪৫ মিনিটের সময় তাকে ফকিরাপুল থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরবি/এফআই

Link copied!