ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৪:৫৭ পিএম

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

ছবি: রূপালী বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী। আজ রোববার (৫ জানুয়ারি) দুপুরে বেলকুচি উপজেলার কামারপাড়া তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লতিফ বিশ্বাসের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও পূর্বের তার নামে হওয়া কোনো মামলায় তাকে আটক করা হয়েছে বলে ধারণা করেছেন তিনি।

তবে কখন তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বা কখন কোর্টে হাজির করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

১৯৯৬ সালের নির্বাচনে সিরাজগঞ্জ–৫ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল লতিফ বিশ্বাস। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ এবং ২০২৪ সালের নির্বাচনে তাকে আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

আরবি/এইচএম

Link copied!