ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

রাজবাড়ীর সাবেক মেয়র তিতুর জামিন না মঞ্জুর

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৭:১৪ পিএম

রাজবাড়ীর সাবেক মেয়র তিতুর জামিন না মঞ্জুর

ছবি: রূপালী বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ‌গ্রেপ্তার রাজবাড়ীর সাবেক মেয়র আলম‌গির শেখ তিতুর জামিন না মঞ্জুর করেছেন আদালত।

দুপু‌রে রাজবাড়ীর ১ নম্বর আ‌মলি আদালতে আলম‌গির শেখ তিতুর পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। পরে পক্ষে-বিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে  আদাল‌তের  বিচারক সুমন হো‌সেন তার জামিন না মঞ্জুর করেন।

সরকা‌রি কৌসু‌লি (পি‌পি) উ‌জির আলী শেখ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত ৩০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার রা‌তে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই রা‌তেই তা‌কে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। আজ দুপু‌রে তা‌কে আদাল‌তে আন‌লে আসা‌মি প‌ক্ষে‌র আইন‌জী‌বিরা জা‌মি‌নের আ‌বেদন কর‌লে বিচারক সুমন হো‌সেন তার জামিন না মঞ্জুর করে কারাগা‌রে পাঠা‌নোর নি‌র্দেশ দেন।

আরবি/জেডআর

Link copied!