ঢাকা সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪

রাজশাহীর সাবেক এমপি আসাদ গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৫:১৫ এএম

রাজশাহীর সাবেক এমপি আসাদ গ্রেপ্তার

গ্রেপ্তার সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ। ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহীতে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

 ৬ অক্টোবর র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীর ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্র আন্দোলনে গত ১৯ শে জুলাইয়ের ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় হত্যা মামলার আসামি হিসেবে রাজধানীর বারিধারা থেকে আসাদকে গ্রেফতার করা হয়। মামলাটি বোয়ালিয়া থানায় হওয়ার কারনে তাকে সেই থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য যে, গত সংসদ নির্বাচনে রাজশাহীর পবা ও মোহনপুর আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। 

অভিযোগ রয়েছে, আসাদ কোটা আন্দোলনে ছাত্র-জনতার বিরোধতা করে আন্দোলন প্রতিহতের জন্য সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। পরে সেই ঘটনায় সংঘটিত হত্যা মামলার আসামি হয়ে এতোদিন আত্মগোপনে ছিলেন।

আরবি/জেডআর

Link copied!