বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:১৪ পিএম

টাঙ্গাইলে ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার, ৩ মোটরসাইকেল উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:১৪ পিএম

টাঙ্গাইলে ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার, ৩ মোটরসাইকেল উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

মহাসড়কে সক্রিয় আন্ত:জেলা ডাকাত দলের ০৪ (চার) সদস্যকে গ্রেপ্তার ও ডাকাতিকৃত ০৩টি মোটরসাইকেল উদ্ধার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ )।

গত ২২ ডিসেম্বর টাঙ্গাইলের মির্জাপুর ও কালিহাতি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মহাসড়কে সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য টাঙ্গাইল সদর উপজেলার দক্ষিণ থানাপাড়া এলাকার মৃত. আব্দুল জলিল এর ছেলে মো. আল আমিন (২৭) ও কালিহাতী উপজেলা সিংগাইল (বল্লা)  এলাকার মো. নুরু ইসলাম এর ছেলে মো. রায়হান আহম্মেদ লিজন (২৮)কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত মো. আল আমিনকে তিন দিনের এবং রায়হান আহম্মেদ লিজনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার ও নোয়াখালি জেলায় অভিযান পরিচালনা করে  ডাকাতদলের আরও দুই  সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালী জেলার সেনবাগ থানার বীজবাগ এলাকার মজিবল হক এর ছেলে মো. হাসান (২৬) ও একই এলাকার মৃত আনোয়ার হোসেন এর ছেলে মো. আশরাফ হোসেন (২৫)। এসময় তাদের কাছ থেকে ডাকাতিকৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আবদুললাহ্ আল্ মামুন বিষয়টি সাংবাদিকদের জানান।

উল্লেখ্য যে, গত ১৪ নভেম্বর মো. নোমান শেখ (২৭) বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায়, গত ২১ অক্টোবর আমিনুল ইসলাম (২৭) বাদী হয়ে মির্জাপুর থানায় ডাতাতি মামলা করেন। মামলা দুটিকে বিশেষ গুরুত্বসহকারে বিবেচনা করে জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) অভিযান পরিচালনা করেন।

প্রকাশ থাকে যে, গ্রেপ্তারকৃত আল-আমিন এর বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ মোট ২৭ টি মামলা এবং অন্যান্য গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় ডাকাত দলের পলাতক আসামীদের গ্রেফতার ও লুণ্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যহত রয়েছে।

আরবি/জেডআর

Link copied!