বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মো. বাবুল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ১০:০১ পিএম

বন্ধের পথে ৩০০ অসহায় সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে খাবার ব্যবস্থা

মো. বাবুল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ১০:০১ পিএম

বন্ধের পথে ৩০০ অসহায় সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে খাবার ব্যবস্থা

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া হোন্ডা গ্যালারীর সামনে প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পর প্রায় ৩০০ অসহায় সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে খাবার ব্যবস্থা করা হচ্ছে গত ৩ বছর আগে থেকেই। এ খাবার ব্যবস্থা গত ৫ আগস্টের পর থেকে কমে যাচ্ছে। মানুষের পরিমাণ প্রতিনিয়ত বাড়লেও খাবার ব্যবস্থা আগের চেয়ে অনেক কমে যাচ্ছে যা প্রায় বন্ধের পথে।

প্রত্যেক শুক্রবার এ খাবারের আয়োজন করেছে একজন ব্যক্তি। গত ২ বছর ৬ মাস আগে মানুষের কল্যাণের কথা চিন্তা করে এ উদ্যোগ নেন ব্রাহ্মণবাড়িয়া হোন্ডা গ্যালারীর স্বত্তাধিকারী মোস্তাফিজুর রহমান রাসেল। এখানে অসহায় সুবিধা বঞ্চিত শিশু, কিশোর, বালক, থেকে শুরু করে বৃদ্ধ বয়সের নারী পুরুষসহ পথচারীরাও এ খাবার খেয়ে থাকেন।

জানা যায়, মোস্তাফিজুর রহমান রাসেল গত ২ আড়াই মাস যাবৎ এলাকায় নেই। গত জুলাইয়ের ছাত্র আন্দোলনে গত ৫ ই আগস্ট সরকার পতনের পর রাজনৈতিক দল হেফাজতে ইসলামের এক মামলায় নিজেকে আত্নগোপনে রেখেছেন। যার ফলে বন্ধের পথে প্রায় ৩০০ অসহায় সুবিধা বঞ্চিত মানুষের খাবার ব্যবস্থা।

সেরা হুফফাজ ফাউন্ডেশনের এক কর্মী বলেন, গত ২/৩ বছর যাবত দেখে আসছি রাসেল ভাই তার হোন্ডা গ্যালারীর সামনে ২/৩ শ মানুষের জন্য দুপুরের খাবারের ব্যাবস্থা করেন। কিন্তু গত ২/৩ মাস ধরে মানুষের সংখ্যা আগের তুলনায় বেশি কিন্তু খাবার আয়োজন আগের ছেয়ে অনেক কম। পেট ভরে খেতে পারছেন না মানুষ গুলো।প্রতিহিংসার মিথ্যা মামলা থেকে রাসেল ভাইকে মুক্তি দেওয়ার জন্য প্রসাশনের কাছে অনুরোধ করছি। একজন সামাজিক সংগঠক ও অসহায় সুবিধাবঞ্চিত মানুষের আস্থাঘর ভাল মানুষ রাসেল ভাই।

পেট ভরে খাবার খেতে না পেরে শিশু ফাহিম বলেন, রাসেল ভাই আমাদের খাবার দেন এবং ঈদে কাপড়ও কিনে দেন । রাসেল ভাই নেই আমরা আগের মত খেতে পারি না। অল্প দেয় যা দিয়ে আমাদের পেট ভরে না। আমরা রাসেল ভাইকে চাই।

খাবার খেতে আসা একজন রিকশা চালক বলেন, আমি এখানে শুরু থেকে খাবার খায়।আমি দেখেছি রাসেল ভাই অনেক ভাল মানুষ।এখানে আমরা ২/৩ শ মানুষ খাবার খায়। শুনেছি রাসেল ভাইকে মিথ্যা মামলা দিয়েছে তাই রাসেল ভাই নিজে উপস্থিত থেকে আমাদের খাবার খাওয়ান না। আমরা চাই রাসেল ভাই আসুক। রাসেল ভাই থাকলে ভালো মন্ধ খেতে পারি।

প্রিয় পরিবার ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের পরিচালক সাইফুর রহমান নাহিদ বলেন, আমরা জানি রাসেল ভাই রাজনৈতিক ব্যক্তি না, তিনি একজন সামাজিক সংগঠক মানুষ। রাসেল ভাই সব সময় মানুষের কথা চিন্তা করে, কর্মসংস্থান ও খাবার ব্যবস্থা থেকে শুরু করে বন্যকবলিত মানুষের জন্য নিশ্বার্থ ভাবে কাজ করেন। রাসেল ভাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, আমাকে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ২০২১ সালের ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের আন্দোলনে ঘটনায় আমাকে মামলা দেওয়া হয়েছে। যার সাথে আমি কোনোভাবেই জরিত না। প্রতিহিংসায় কে বা কারা আমাকে হেফাজতের পক্ষ থেকে মামলায় জরানো হয়েছে। জেলায় হেফাজতে ইসলামের কয়েকজনের নেতাকর্মীদের সাথে কথা বলেছি আমাকে আশ্বাস দিয়েছে আমার এ মামলা থেকে বাদ দেওয়া হবে।

তিনি আরো বলেন, আমি যে অসহায়দের খাবার ব্যবস্থা করে আসছি দীর্ঘদিন যাবত আমি মামলার জন্য আত্নগোপনে যেতে হয়েছে। দূর থেকে আমি ব্যবসা বানিজ্য প্রায় সংকটে। যার ফলে আগের মত খাবার আয়োজন করতে পারছি না। ৩০০ মানুষের খাবার ব্যবস্থা অনেক টাকার প্রয়োজন আমরা কয়েকজন মিলে এ আয়োজন করতাম তার একমাত্র ব্যবস্থা ও পরিবেশন আমি করি। সব কিছু ঠিক হলে আমি আবার আগের মতো খাবার ব্যবস্থা করার চেষ্টা করবো।

আরবি/জেডআর

Link copied!