বগুড়া জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ডায়াবেটিস, মেডিসিন, অর্থোপেডিক্স, ডেন্টিস্ট রোগীদের চিকিৎসা প্রদান করা হয়।
মঙ্গলবার (২৯ আগস্ট) শাজাহানপুর উপজেলার শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে চিকিৎসা প্রদান করেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. আশরাফুল হক জুয়েল, মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফাহিম শাহরিয়ার, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. তানজিরুল ইসলাম শাওন, ডেন্টিস্ট বিশেষজ্ঞ ডা. আবু মো. ইউসুফ হাসান মামুন।
দিনব্যাপী কর্মসূচিতে ডায়াবেটিস, মেডিসিন, চর্ম ও যৌন, অর্থোপেডিক্স, ডেন্টিস্ট এবং মা ও শিশুসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ টিম চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়াও ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার ও ওজন পরিমাপ করা হয়।
বিনামূল্যে এই চিকিৎসা সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। ফ্রি সেবা নিতে নিজের দুই বছরের বাচ্চা নিয়ে এসেছেন জাহানারা আক্তার। তিনি বলেন, আমার বড় মেয়ের কাছে জানতে পারি আজকে ডাক্তার ফ্রি রোগী দেখবে তাই খবর পেয়ে আমার বাচ্চাকে নিয়ে এসেছি। আমি নিজে ডাক্তার দেখানোর পাশাপাশি আমার ছোট বাচ্চা কেও ডাক্তার দেখালাম।
চিকিৎসাসেবা নিতে আসা জয়নাল নামে এক ব্যক্তি বলেন, কয়েক দিন থেকে সর্দি-কাশিতে ভুগছি। খবর পেয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে এসেছি। গরিব মানুষ, ভালো ডাক্তার দেখাতে পারি না। বাইরে ৫০০ থেকে ১০০০ টাকা লাগে। এখানে ফ্রিতে বড় ডাক্তার দেখাতে পারলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুপিনগর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এমরান হোসেন, পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, বগুড়া জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এস এম রবিউল হাসান দারুনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা বজলুল রহমান নিলু, গাবতলি যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের শাজাহানপুর উপজেলার সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র প্রমুখ।
আপনার মতামত লিখুন :