ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

কোটালীপাড়ায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৯:৩৭ পিএম

কোটালীপাড়ায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন

ছবি: রূপালী বাংলাদেশ

স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হয়েছে ৩০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ।

আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমীর (বাপার্ড) কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণটির উদ্বোধন করেন বাপার্ডের যুগ্ম-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক।

এ সময় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমীর (বাপার্ড) পরিচালক যুগ্ম পরিচালক মো. আব্দুল গণি মিনা, সহকারী পরিচালক মাহামুদুল হাসান, কারিগরি প্রশিক্ষক মো. আজিম উদ্দিন বক্তব্য রাখেন, প্রশিক্ষণ প্রশিক্ষক জয়ত নয়ন সরকার।
বাপার্ডের যুগ্ম-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক বলেন, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় স্ব-কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সম্পূর্ণ বিনামূল্যে এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চালু করা হয়েছে।

৩০ দিনের এই প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থী নিয়ে ১ম ব্যাচের প্রশিক্ষণ আজ শুরু হলো। পর্যায়ক্রমে আরো দুটি ব্যাচ একই প্রশিক্ষণের সুযোগ পাবে ৮০ জন প্রশিক্ষণার্থী।

বাপার্ডের কারিগরি প্রশিক্ষক আজিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বাপার্ডে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হলেও প্রথম বারের মতো ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হলো। পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণর্থী বাছাই করা হয়।

আশাকরছি এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে সকলে স্ব-কর্মসংস্থানের সুযোগ পাবে।

Link copied!