ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

ধারের ৫শ’ টাকা চাওয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৭:১১ পিএম

ধারের ৫শ’ টাকা চাওয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

পাওনা টাকার জন্য এক মিষ্টি দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র পুরানবাজারের স্বর্ণকারপট্টীতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তপন সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের স্বনন্দের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরানবাজারের যাদব মিষ্টান্ন ভান্ডারে কাজ করতেন সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারাণ বসুর ছোট ছেলে গৌতম বসু। সপ্তাহখানেক আগে রঘুরামপুর এলাকার ফলের দোকানের কর্মচারী তপন তার বন্ধু গৌতমের কাছ থেকে ৫ শত টাকা ধার নেয়। শনিবার সকালে এই ধারের টাকা চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তপন।

পরে বিকালে মিষ্টির দোকানে কাজ করা অবস্থায় গৌতমকে কুপিয়ে আহত করেন তপন। পরে গৌতমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় তপন। পরবর্তীতে স্থানীয় জনতা তপনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এদিকে, গুরুতর অবস্থায় আহত গৌমতকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!