মানিকগঞ্জ: গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় ওরফে মানিককে গ্রেপ্তার করেছে র্যাব-৪ মানিকগঞ্জ।
আজ, ভোর ৬ ঘটিকার দিকে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার দূর্গম কাশিদারামপুর চর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয় জেলার দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। হৃদয় সাটুরিয়া থানার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ছিলো।
র্যাব অফিসের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৬ আগস্ট হৃদয় জেল জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গত পরশুদিন তিনি কাশিদারামপুর চরে তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-৪, সিপিসি-৩ এর আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। ২০২০ সালের ১৭ মে সাটুরিয়া উপজেলার দ্বিমুখা গ্রামে আরিফ নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে হৃদয়। ২০২২ সালের ৮ আগষ্ট ওই মামলায় আদালত হৃদয়কে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর থেকেই হৃদয় কাশিমপুর কারাগারে বন্দি ছিলো। বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে কারাগার থেকে পালিয়ে যায়।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার আরিফ হোসেন জানান, মৃত্যুদণ্ড সাজে প্রাপ্ত আসামি হৃদয়কে যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :