সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলে রাব্বি (৩৫) মৃত্য হয়েছে।
ঘটনার দুই দিন পর বুধবার সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরের ইমামবাড়ী নিজ বাসায় তিনি মারা যান। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাসায় আসেন তিনি।সে কাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন ।
জানা যায়, গত সোমবার সকালে গফরগাঁও থেকে ময়মনসিংহে যাওয়ার পথে কৃষি বিশ্ববিদ্যায় শেষ মোড় এলাকায় সিএনজির সাথে বালু ভর্তি ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ফজলে রাব্বি।
এর আগে ঔ ঘটনায় সাদিয়া (২৫) নামে অন্ত:সত্ত্বার মৃত্যু হয়। শিক্ষক ফজলে রাব্বির মৃত্যুতে প্রাথমিক শিক্ষা পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :