কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শিলখালী থেকে অপহরণকারী চক্রের গ্যাং লিডার ও ডাকাত বদরুদ্দোজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ২ টি ওয়ান শুটার গান, ১ টি বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ২ টি কিরিচ,১ টি রাম দা ও ১ টি চাইনিজ কোড়াল। গ্রেপ্তারকৃত বদরুজ প্রকাশ বদরুদ্দোজা বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গ্রামের মৃত মাওলানা সুলতান আহমদের ছেলে।
রবিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. গিয়াস উদ্দিন।
তিনি জানান, ১৭ নভেম্বর রবিবার ভোরে টেকনাফ থানার অফিসার ইনচার্জ ওসি মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. দস্তগীর হোসেন এর পরিচালনায় বাহারছড়া ইউনিয়র উত্তর শীলখালী এলাকায় ডাকাত দলের আস্তানায় অভিযান চালানো হয়।
এসময় বাহারছড়া ও হোয়াইক্যং এর সকল অপহরণের ঘটনায় নেতৃত্ব দানকারী ৭ টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী পাহাড়ী ডাকাতের দলনেতা বদরুদ্দোজা প্রকাশ বদরুজকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি, দা ও কোড়াল।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন আরও জানান, বদরুদ্দোজা খুবই দূর্ত প্রকৃতির একজন দূর্দূর্ষ ও বিপদজনক অপহরণকারী। দীর্ঘদিন ধরে পাহাড়ে ডাকাত চক্র তৈরী করে বাহারছড়া ও হোয়াইক্যং এলাকায় বদরুজের নেতৃত্বে অপহরণকারী চক্র মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় করে যাচ্ছিলো। গত কিছুদিন আগেও বদরুজের নেতৃত্বে বাহারছড়ায় ডা. জহির এবং হোয়াইক্যং থেকে ১১ জন কৃষক অপহরণ করে মুক্তিপণ নিয়ে ভিকটিম ছেড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ধৃত বদরুজের বিরুদ্ধে ৭ টি অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে।
তার দলের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি মো. গিয়াস উদ্দিন।
আপনার মতামত লিখুন :