ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

চুয়াডাঙ্গা-জীবননগর সীমান্ত দিয়ে পাচার হচ্ছে রসুন, প্রশাসন নিরব

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৯:২২ পিএম

চুয়াডাঙ্গা-জীবননগর সীমান্ত দিয়ে পাচার হচ্ছে রসুন, প্রশাসন নিরব

ছবি: রূপালী বাংলাদেশ

 চুয়াডাঙ্গা- জীবননগরের সবচেয়ে বড় পাইকারি  বাজার জীবননগর পৌর কাচা বাজার। এখান থেকে গত কয়েক দিন  ধরে শতশত মন রসুন বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে পাচার হচ্ছে। যার ফলে প্রতিনিয়ত বাজারে বাড়ছে রসুনের দাম।দিনের বেলা জীবননগর আড়ৎ থেকে রসুন ভারতে পাচার হলেও প্রশাসন নিরব।

স্থানীয় কিছু ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সম্প্রতি ভারতে রসুন পাচারের ঘটনা বেড়েই চলেছে। জীবননগর বাজারের কাঁচা মালের পাইকারি আড়ৎ থেকে রসুন কিনে নিয়ে একশ্রেণির ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাচ্ছে।পরে সেসব রসুনই চোরাকারবারিরা ভারতে পাচার করছেন। বিশেষ করে জীবননগর উপজেলার সীমান্ত দিয়ে রসুন পাচার হয়। তবে সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের সীমান্ত দিয়ে বেশি রসুন পাচার হচ্ছে।

ওই ব্যবসায়ীরা আরো বলেন, ভারতে রসুন পাচার হওয়ার কারণে বাংলাদেশ রসুনের দাম বেড়েই চলছে।  এখন বাংলাদেশে রসুনের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৪০ টাকা কেজি। সেসব রসুনই ভারতের বিভিন্ন খোলাবাজারে এখন ৩৮০ থেকে ৪২০ রুপিতে বিক্রি হচ্ছে। লাভের পরিমাণ বেশি হওয়ায় রসুন পাচার ক্রমে বাড়ছে।

গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, জীবননগর বাজার থেকে ইজিবাইক ও পাখি ভ্যানে করে রসুন নতুন পাড়ার মোড়ে নেওয়া হচ্ছে। এবং সেখানে জমা করে সন্ধ্যার সময় ভারতে পাচার করা হবে বলে জানান এলাকার সচেতন মানুষ। তবে প্রশাসন দেখেও না দেখার ভান করছে বলে জানান স্থানীয়রা।

তথ্যনুসন্ধানে জানা গেছে, সীমান্ত এলাকার নতুন পাড়ার দিকে ভারতের তার কাটা সংস্কারের জন্য সমস্থ তার কাটা সরিয়ে ফেলেছে এই সুযোগে নতুন পাড়া গ্রামের জুলু, হাফিজুলসহ এলাকার বেশ কয়েকজন ব্যক্তি মিলে জীবননগর বাজার থেকে রসুন কিনে ভারতে পাচার করছে। যার ফলে প্রতি নিয়ত বাড়ছে রসুনের দাম।

এ বিষয়ে জীবননগর উপজেলা নিবাহী অফিসার মো. আলামিনের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিপ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরবি/জেডআর

Link copied!