ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

কোটালীপাড়ায় খামারীদের সমাবেশ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৬:২২ পিএম

কোটালীপাড়ায় খামারীদের সমাবেশ

ছবি: রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মৎস্য, পোল্ট্রি ও গবাদিপশু খামারীদের নিয়ে সমাবেশ করেছে মেগা ফিড লিমিটেড। আজ শনিবার মেগা ফিড লিমিটেডের কোটালীপাড়া পরিবেশক ঝন্টু এন্টারপ্রাইজের আয়োজনে স্থানীয় ক্যাফে ৭১ রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাধাগঞ্জ মৎস্য সমিতির সাধারণ সম্পাদক রেজা কাওসার কিবরিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেগা ফিড এর অপারেটিভ
ডাইরেক্টর মো. রইস উদ্দিন। সমাবেশে মেগা ফিড এর অপারেটিভ ডাইরেক্টর শাকিল আলতাফ, ডিজিএম ডা. আল্লামা ইকবাল, রনজিৎ দেবনাথ, এজিএম কামরুজ্জামান শাহ্, স্থানীয় মৎস্য খামারী আলী দাড়িয়া, পোল্ট্রি খামারী খোকন মিয়া, প্রলয় রায়, গবাদীপশু খামারী মহাদেব মন্ডল বক্তব্য রাখেন।

মেগা ফিড এর অপারেটিভ ডাইরেক্টর মো.রইস উদ্দিন বলেন, মেগা ফিড ব্যবহারে খামারীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এই ফিড বাজরের অন্যান্য ফিডের চেয়ে মূল্যে সাশ্রয়ী ও গুনগত মান ভালো। এই কোম্পানী ফিডের পাশাপাশি থাইল্যান্ড পদ্ধতিতে তেলাপিয়া পাঙ্গাস মাছের পোনা উৎপাদন করে আসছে।

আরবি/জেডআর

Link copied!