ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

সিলেট বিমানবন্দর থেকে দেড় কোটি টাকার স্বর্ণের বার জব্দ

সিলেট ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৮:২৬ পিএম

সিলেট বিমানবন্দর থেকে দেড় কোটি টাকার স্বর্ণের বার জব্দ

ছবি: রূপালী বাংলাদেশ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। এ স্বর্ণের মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট (বিজি-২৪৮)-এর ভেরে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দৃ ১১টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম। তবে এসময় কাউকে আটক করা হয়নি।

স্বর্ণ জব্দের বিষয়টি নিশ্চিত করে কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, পরিত্যক্ত অবস্থায় ১১টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় কাউকে আটক করা হয়নি। স্বর্ণগুলো সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে।

আরবি/ এইচএম

Link copied!