কুমিল্লা: তীব্র স্রোতের কারনে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কুমিল্লা গোমতী নদীর বাঁধ। বিকেল চারটা পর্যন্ত গোমতী নদীতে বিপৎসীমার ১১৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। কিছু জায়গা ডুবুডুবু অবস্থা। এ পরিস্থিতিতে বাঁধের উপর আশ্রয় নেয়া মানুষকে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যেতে তাগাদা দিচ্ছেন জেলা ও উপজেলা প্রশাসন।
অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারত থেকে নেমে আসা নদীর পানির তোড়ে কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যেকোন সময় ভেসে যেতে পারে কুমিল্লা শহর সহ আশাপাশের উপজেলা।
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ জানান গোমতীর পানি বিপৎসীমার ১১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোমতীর বাঁধের ভেতরের গ্রামগুলো প্লাবিত হয়ে গেছে, তারা আশ্রয় নিয়েছে বাঁধের উপর। এদিকে বন্যা পরিস্থিতি দেখতে গোমতী নদীর পাড় এলাকায় হাজার হাজার উৎসুক মানুষ ভিড় করছেন। এসব মানুষের কারনে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা।
এদিকে গতকাল থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান বন্যার্তদের জন্য শুকনো ও রান্না করা খাবার বিতরণ করছেন।
জানা গেছে, গোমতী নদীর উত্তর এলাকা বুড়িচং উপজেলার বাবুবাজার এলাকায় নদীর পানি প্রায় পাড়ের সমান সমান। কোথাও কোথাও পানি বাঁধ উপচেপড়ার মতো অবস্থা। স্থানীয়রা বস্তা ফেলে বাঁধ উচু করছে।
তাছাড়া গতরাতে স্থানীয়রা সারারাত বাঁধের বিভিন্ন অংশ মেরামত করেছে। বাঁধ যাতে ভেঙে না যায় তার জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালিয়েছে। বাঁধ ডুবে গেলে ক্ষতিগ্রস্ত হবে গোমতী পাড়ের লাখো মানুষ।
আপনার মতামত লিখুন :