ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

টেকনাফ পৌরসভার নাগরিক ফোরামের উদ্যোগে গণমি‌ছিল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০৮:১৪ পিএম

টেকনাফ পৌরসভার নাগরিক ফোরামের উদ্যোগে গণমি‌ছিল

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজার টেকনাফ পৌরসভার নাগরিক ফোরামের উদ্যোগে পৌরবাসীর অধিকার আদায়ের লক্ষ্যে বিশাল গণমি‌ছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৫ নভেম্বর বিকেল ৪ ঘটিকায় টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাইল-এর নেতৃত্বে পৌরবাসীর অধিকার আদায়ের লক্ষ্যে  বিশাল এ গণ মি‌ছিলটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু করে পৌর শহরের বাস স্টেশন ঝর্ণা চত্বর হয়ে পুরাতন জীপ স্টেশনে একত্রিত হয়ে।এতে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল।

এসময় টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল জোরালো কন্ঠে বলেন,সাম্প্রতিক সময়ে টেকনাফ পৌরসভায় চাঁদাবাজি,অবৈধ ভূমি দখল অনেক বেড়ে গেছে,এসব অপকর্ম কারা করছে চিহ্নিত করতে হবে।

প্রসাশনের প্রতি বিনীত অনুরোধ করে তিনি বলেন,টেকনাফ পৌর এলাকার সকল অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন,জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন নাহলে পৌরবাসী কঠুর কর্মসুচি গ্রহন করতে বাধ‍্য হবে।

দীর্ঘ ৭ নাফ নদীতে মাছ শিকার বন্ধ, শাহ্পরীর দ্বীপ করিডোর বন্ধ থাকায় হাজারো পরিবার নাখেয়ে অনাহারে মানবেতর জীবন কাটাচ্ছেন,এসব পরিবারের কষ্টের কথা বিবেচনা করে নাফ নদী খোলে দেওয়ার জন‍্য সরকারের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি পৌরসভার পুরাতন মাছ বাজার সংস্কার ও টেকনাফ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা উন্নত করার জন‍্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

নেতাকর্মীদের উদ্দেশ‍্যে তিনি বলেন,আজকে আপনারা যেভাবে অন‍্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে সহযোগিতা করেছেন তার জন‍্য অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতেও পৌরবাসীর কল‍্যাণে ডাক দিয়ে আপনারা এগিয়ে আসবেন।

আরবি/জেডআর

Link copied!