শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

১২০ টাকায় সরকারি চাকরি

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ১১:৫৯ এএম

১২০ টাকায় সরকারি চাকরি

ছবি: রূপালী বাংলাদেশ

কোন ধরনের সুপারিশ ও হয়রানি ছাড়াই মেধার ভিত্তিতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন লালমনিরহাটের ৩৬ জন তরুণ-তরুণী।

শনিবার দুপুরে লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিল সেডে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম পুলিশ কনস্টেবল পদে উত্তীর্ণদের ফলাফল ঘোষণা করেন। এতে ৩০ জন ছেলে এবং ৬ জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম (প্রশাসন ও অর্থ) লালমনিরহাট সদর থানার ওসি আবদুল কাদের উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, লালমনিরহাটের প্রায় ৩৬০০ জন প্রার্থী কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবদন করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে ৩৬ জনকে প্রাথমিক নিয়োগ দেওয়া হয়েছে। মেধা কোটা ব্যতীত অন্য কোনো কোটার প্রার্থী লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়নি। নির্বাচিত এসব প্রার্থীরাও কোনো প্রকার অনিয়ম দুর্নীতির আশ্রয় না নিয়ে নি:স্বার্থভাবে দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিবে বলে আমি আশা করি।

নির্বাচিত প্রার্থী ও তাদের অভিভাবকের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, ১২০ টাকায় আপনাদের সন্তানদের সরকারি চাকরি হয়েছে।

এ সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতারক চক্রের সদস্যরা আপনাদের সাথে যোগাযোগ করে তারা চাকরি পাইয়ে দিয়েছেন বলে প্রলোভন দেখাতে পারে।

এমন ঘটনা ঘটলে বিষয়টি পুলিশকে জানাবেন, আমরা ব্যবস্থা নেবো। 

আরবি/জেডআর

Link copied!