ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ছাত্র আন্দোলনে শহীদ সকল পরিবারের পাশে দাঁড়াবে সরকার: ডিসি দেলোয়ার

বরিশাল ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১১:০১ পিএম

ছাত্র আন্দোলনে শহীদ সকল পরিবারের পাশে দাঁড়াবে সরকার: ডিসি দেলোয়ার

ছবি: রূপালী বাংলাদেশ

বরিশালের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, গত জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে শহীদ সকল পরিবারের পাশে দাঁড়াবে সরকার। বরিশালে ৩০ জন শহীদের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে আমি সকলের কাছে যাবো এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে সহায়তার চেষ্টা করবো। 

আজ বুধবার (১৮ই সেপ্টেম্বর) দুপুরে নগরীর গোঁড়াচাঁদ দাস রোডের শহীদ আব্দুল্লাহ আল আবিরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন এই কর্মকর্তা। এসময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, সহকারী কমিশনার মো. আবু জাফর মজুমদার প্রমুখ। 

সাক্ষাৎ শেষে দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, বরিশাল জেলায় শহীদদের তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। সরকার তাদের পুনর্বাসন এবং পাশে দাঁড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণ করছে৷ আমরা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সচেষ্ট আছি। 

সাক্ষাৎকালে শহীদ আব্দুল্লাহ আল আবিরের পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এককালীন আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উপস্থিত সকলে। 

আরবি/জেডআর

Link copied!