কক্সবাজারের টেকনাফে বাহারছড়া এলাকায় অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীরা বাড়ির বাইরে ফাঁকা গুলি ছুঁড়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে ছৈয়দ হোছাইন নামে এক রাজমিস্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে ফাঁকা গুলিবর্ষণ করে ঘরের ভেতরে ঢুকে মাথায় অস্ত্র ঠেকিয়ে পাহাড়ে নিয়ে যায় বলে জানিয়েছে তাঁর পরিবার।
অপহৃত ছৈয়দ হোছাইন বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার মৃত আব্বাস মিয়ার ছেলে।
স্থানীয়রা বলেন, মাগরিবের পর পাহাড়ি ডাকাতদল এলাকায় নেমে অস্ত্রের মুখে জিম্মি করে একজনকে অপহরণ করে নিয়ে যায়,আমরা নিজেরাও নিরাপত্তাহীনতায় ভুগছি।
বাহারছড়ার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বলেন, সন্ধ্যায় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, এরপর বাড়ি থেকে এক জনকে তুলে নিয়ে যাওয়ার খবর শুনেছি। তার আগে দিনের বেলায় আরও দুজনকে ডেকে নিয়ে পাহাড়ে আটকে রেখেছে বলেও জানতে পেরেছি।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা জানিয়েছেন, ফাঁকা গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। এছাড়া অপহৃত ব্যক্তিকে উদ্ধারেও অভিযান চলমান রয়েছে।
প্রসঙ্গত, গত কয়েকদিনের ব্যবধানে ৩০ ব্যক্তি অপহরণের শিকার হন। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও মুক্তিপণ দিয়ে ২৬ জন ফিরে এলেও এখনও চারজন অপহরণ চক্রের কবলে রয়ে গেছেন। এর মধ্যে মুদি দোকানি জসীমের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে এবং সাঁড়াশি অভিযানের দাবি জানিয়েছে স্থানীয় লোকজন।
আপনার মতামত লিখুন :