সংবাদমাধ্যম শিল্প বাঁচিয়ে রাখতে হকারদের অগ্রণী ভূমিকার কথা স্বীকার করে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকী বলেন, প্রতিদিনের তাজা খবর পাঠকের হাতে তুলে দেন হকাররা। তারাই এই শিল্পের প্রাণ, এই শিল্পের চালিকাশক্তি। এই শিল্প টিকিয়ে রাখার পেছনে তাদের যে শ্রম, তা কখনোই অস্বীকার করা যাবে না।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম হকার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সম্পাদক সায়েম ফারুকী।
তিনি আরও বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। যাদের আত্মত্যাগে এই নতুন বাংলাদেশের জন্ম, রূপালী বাংলাদেশ তাদের ত্যাগের খবর দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে দিতে চায়।’
এ সময় উপস্থিত ছিলেন সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আইয়ুব, চট্টগ্রাম সংবাদপত্র হকার বহুমুখী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম লিটন, পরিচালক বাবু সুবল চন্দ্রনাথ, সংবাদপত্র এজেন্ট স্বত্বাধিকারী আল হারুন, ইসহাক সংবাদপত্র এজেন্ট ম্যানেজার আবদু রহিম, ইব্রাহীম সংবাদপত্র এজেন্ট ম্যানেজার মো. সজীব, আল হারুন সংবাদপত্র এজেন্ট ম্যানেজার মো. শহিদুল ইসলাম দোহা, দৈনিক রূপালী বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরোপ্রধান জালালউদ্দিন সাগর, সিনিয়র রিপোর্টার সাহাব উদ্দিন।
আপনার মতামত লিখুন :