ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৫:৪৬ পিএম

জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা

ছবি: রূপালী বাংলাদেশ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি কামরুল হুদা।

আজ বুধবার (জানুয়ারি) বেলা ১১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কামরুল হুদা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলেই প্রতিদিন, বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সাথে হঠকারিতা করেন নাই।’

এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, ‘জিয়াউর রহমান মক্কা শরীফে হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন। ওই কারণে উনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে।’

আরবি/এইচএম

Link copied!