ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

পটুয়াখালীতে টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৯:৫৫ পিএম

পটুয়াখালীতে টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীতে গত তিন দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। সাগরে নিম্নচাপের প্রভাবে জেলায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আরো কয়েকদিন এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জেলায় ঘুরে দেখা গেছে, বৈরী আবহাওয়ার কারণেই স্থবিরতা বিরাজ করছে জনজীবনে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন খেটে খাওয়া মানুষ। রাস্তাঘাটে মানুষে আনাগোনা কম থাকায় তারাও পড়েছেন চরম বিপাকে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোও তেমন খোলেনি। অনেকই ঘরবন্দি হয়ে পড়েছেন। এছাড়া টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায় জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

স্থানীয় কৃষক সেরাজ খাঁ জানান, বৃষ্টির কারণে আমনের চারা রোপণ করতে গিয়ে বিপাকে পড়ছেন কৃষকরা। বৃষ্টির কারণে জমিতে পানি বেশি থাকায় বীজ রোপণে সমস্যা হচ্ছে।

পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান জানান, ২৪ ঘণ্টায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদী উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার ও নৌকাগুলো নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!