মানবতার বন্ধু হেল্পলেস স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে খুলশী কলোনিতে কম্বল বিতরন করা হয়েছে। ২ জানুয়ারি, বৃহস্পতিবার বিকালে খুলশী কলোনি এলাকায় ৩০০ জন হতদরিদ্র মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্মাইল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল কায়েস চৌধুরী বলেন, এই শীতের মধ্যে সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান মানুষরা এগিয়ে আসলে তাদের কষ্ট কিছুটা লাগব হবে।
এ সময় উপস্থিত ছিলেন-ফাউন্ডেশনের সেক্রেটারি হেলাল শিকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মো. জামাল উদ্দিন, মোহাম্মদ আয়াতুল্লাহ, মোহাম্মদ তৌফিক উদ্দিন, মোহাম্মদ রায়হান উদ্দিন, তুহিন চৌধুরী, মো. আলমগীর চৌধুরী, মোহাম্মদ আলী, অঞ্জন দাস প্রমুখ।
আপনার মতামত লিখুন :