ঝালকাঠির কাঠালিয়ায় মো. গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার নামের এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
এসময় বাচ্চু সিকদারের বড় ভাই আলাউদ্দিন সিকদারের লাঠির আঘাতে ইমরান খান (২০) নামের একজন আহত হয়েছে।
আহত গিয়াস উদ্দিন বাচ্চু সিকদারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর আহত ইমরান খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার জানান, পোস্ট অফিস রোডের তার বাসার তালা ও সাইন বোর্ড ভাংচুর শাহজাহান মৌলভীর নাতী ও তাদের লোকজন। প্রতিবাদ করলে তাকে ও তার বড় ভাইকে মারধর করা হয়।
আহত শিক্ষার্থী ইমরান খান জানান, গত রোববার (৪আগষ্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কাঠালিয়া বাসস্টান্ডে শিক্ষার্থীদের ধাওয়া করে গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার। এনিয়ে আজ (বুধবার) সোনালী ব্যাংকের সামনে বসে তাদের মধ্যে তর্ক বির্তক হয়। এক পর্যায় বন্দুক নিয়ে তাদের ধাওয়া করে বাচ্চু সিকদার। এক পর্যায় বাচ্চু সিকদারের বড় ভাই আলাউদ্দিন সিকদার লাঠি দিয়ে ইমরান খানকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এছাড়া গত মঙ্গলবার (৬ আগস্ট) রাতে উপজেলা সদরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন দলিল লেখক সফিকুল ইসলামের খোকনের অফিসে অগ্নিসংযোগ করা হয়। এতে দুটি মটর সাইকেল ও আসবাবপত্র পুড়ে গেছে।
আপনার মতামত লিখুন :