ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

মহেশপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০১:৪২ পিএম

মহেশপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস (দুদু) সোমবার (১৩ জানুয়ারি)  রাজধানী ঢাকায় নিজবাসভবনে মৃত্যু বরণ করেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে শংকরহুদা বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার উপস্থিতিতে সরকারেরপক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর থানার সেকেন্ড অফিসার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুতালেব,সাবেক ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, সাবেক পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তার,মান্দারবাড়ীয়া ইউনিয়ন কমান্ডার আলতাফ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা ও এলাকার সর্বস্তরের ব্যাক্তিবর্গ প্রমূখ।

পরে সকালে গার্ড অব অনার শেষে তার গ্রামের বাড়ি বাথানগাছি পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।

আরবি/জেআই

Link copied!