ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

বীর মুক্তিযোদ্ধা মো. এয়াকুবকে গার্ড অব অনার

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৮:৫২ পিএম

বীর মুক্তিযোদ্ধা মো. এয়াকুবকে গার্ড অব অনার

ছবি: রূপালী বাংলাদেশ

ফেনী সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক মো. এয়াকুবকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। গতকাল বিকেল ৩টায় শহরের পশ্চিম ডাক্তার পাড়া হাজী ইমাম বক্স সড়কস্থ তার নিজ বাড়ির সামনে গার্ড অব অনার দেওয়া হয়। সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেন সদরের এসিল্যান্ড সজীব তালুকদার। এর আগে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল আবছার ও পুলিশ সদস্যসহ জানাজা নামাজের আগত মুসল্লিরা। এরপর  জানাযার নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

তিনি ফেনী পৌরসভা ১০নং ওয়ার্ডে হাজী ইমাম বক্স বাড়ির মৃত মমতাজ উদ্দিনের বড় ছেলে। মৃত্যুকালে তিনি এক সন্তান ও স্ত্রীসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 

উল্লেখ্য, গতকাল সকাল আনুমানিক ৮টার দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। এর আগে তিনি প্রায় ৩ বছরের মতো বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়। পরে একপর্যায়ে উন্নিত না হওয়াতে বাড়িতে চলে আসেন। মৃত্যুকালে তার বয়স ৮৫ বছর ছিল।


 

আরবি/জেডআর

Link copied!