ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

বগুড়ায় চেকপোস্টে হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৯:০৪ পিএম

বগুড়ায় চেকপোস্টে হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২

ছবি: রূপালী বাংলাদেশ

নওগাঁ-বগুড়া সড়কে চেকপোস্ট বসিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদেরকে কাহালু থানা হস্তান্তর ও মামলা করা হয়েছে।  

গতকাল বুধবার র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গত মঙ্গলবার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সামান্তাহার পোড়াপাড়া এলাকায় একটি কোল্ড স্টোরের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় দুই মাদক কারবারির দেহ তল্লাশি করে ২১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা- রাজশাহীর গোদাগাড়ী ভাগাইল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা পলাশ (৩৩) ও তার স্ত্রী রাখি খাতুন (২৭)। মাদক কারবারি পলাশ রাজশাহীর কাশিয়াডাঙ্গা হরগ্রাম নতুন পাড়ার মাইনুল ইসলাম ভুট্টুর ছেলে। তাদের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র‌্যাব। 

আরবি/জেডআর

Link copied!